Print Date & Time : 10 September 2025 Wednesday 12:49 am

চসিকের অভিযানে সিএমসি ক্যাফেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফের বিরুদ্ধে মামলা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিকের উদ্যোগে গতকাল নগরীর চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসি ক্যাফের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে সিএমসি ক্যাফেতে খেতে আসা রোগীর এক স্বজন বলেন, রোগীসহ রোগীর সঙ্গে আসা আত্মীয় ও মেডিকেলে স্টুডেন্টরা এ ক্যান্টিনে খাওয়া-দাওয়া করে। আর এর পরিবেশ যদি এমন হয় বিষয়টি খুবই দুঃখজনক।