Print Date & Time : 14 September 2025 Sunday 11:09 am

চসিকের পরিচ্ছন্ন বিভাগে যুক্ত হলো ১০০ রিকশাভ্যান

শেয়ার বিজ ডেস্ক :ঈদুল আজহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে সংযুক্ত হলো ১০০ রিকশাভ্যান। গতকাল রোববার টাইগারপাসে চসিক কার্যালয়ে চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে রিকশাভ্যানগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। এবারে নগরীকে ছয়টি জোনে ভাগ করে কোরবানির বর্জ্য বিকাল ৫টার মধ্যে পরিচ্ছন্ন করার জন্য ৩৭০টি গাড়ি নিয়ে কাজ করব আমরা। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে জিপিএইচ ইস্পাতের দেয়া এ উপহার চট্টগ্রামের পরিচ্ছন্ন বিভাগকে করবে আরও গতিশীল।

জিপিএইচ ইস্পাতের লজিস্টিক্স এবং নিরাপত্তা উপদেষ্টা কর্নেল (অব.) মোহম্মদ শওকত ওসমান পিএসসি বলেন, মেয়র রেজাউল করিমের তিলোত্তমা চট্টগ্রাম গড়ার যে প্রয়াস, তার সঙ্গে শামিল হতে জিপিএইচ ইস্পাতের এই উপহার।

এ সময় ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নেছার উদ্দিন মঞ্জু, হাজী নুরুল হক, গাজী মো. শফিউল আজম, চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল হাসান প্রমুখ।