প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের বলিয়ারপুর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে পাইকদি খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বলিয়ারপুর গ্রামের জনৈক ব্যক্তি গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে অর্ধগলিত মরদেহটি ভাসতে দেখে। পরে সে স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই কিশোরীর আনুমানিক বয়স ১৩ থেকে ১৪ বছর। তার পরনে ছিলো সাদা সেলোয়ার, টিয়ে কালার কামিজের উপর সাদা ফোটা ফোটা জামা এবং খয়েরি রং এর সুয়েটার। ধারনা করা হচ্ছে, লাশটি আনুমানিক ৮/১০ দিন আগের হতে পারে।

Print Date & Time : 30 August 2025 Saturday 1:01 am
চাঁদপুরে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার
সারা বাংলা ♦ প্রকাশ: