Print Date & Time : 8 August 2025 Friday 9:09 am

চাঁদপুরে জাটকা ধরায় ২০ জেলের কারাদণ্ড

 

প্রতিনিধি, চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। তাদের মধ্যে ২০ জেলের এক মাসের কারাদণ্ড, তিনজনের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছয়জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ২৯ জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট, জাটকা গরিবদের মধ্যে বিতরণ এবং মাছ ধারার ছয় নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জাসিম উদ্দিন, নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির আহমেদ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।