Print Date & Time : 30 July 2025 Wednesday 11:10 am

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিহত ৫

প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলারের ৫ শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ট্রলারটিতে মোট ১১ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৬ জন প্রাণে বেঁচে যান।

নিহতরা হলেন, আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন ( ৩৫), নাছির হোসেন (৩২), আলামিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। তারা চাঁদপুরে স্থানীয় ব্রিকফিল্ড গুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ট্রলারে শ্রমিক ফরিদ হোসেন জানান, ‘আমরা মাটি ভর্তি ট্রলার নিয়ে আমাদের সাইড দিয়েই যাচ্ছিলাম। মমিনপুর এলাকায় পার হবার সময় কুয়াশায় কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবাহী বাল্কহেড আমাদের ট্রলারকে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায় এবং ট্রলারের মধ্যে থাকা আমাদের ১১ জন যাত্রীর মধ্যে ৫জন নিহত হয়।’

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদ ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৫ জন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে সেখানে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।