প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারীযাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুর অভিমুখী বোগদাদ সার্ভিসের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই দুই নারীযাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ৩০ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের ডা. রণজিত চন্দ্র দাসের স্ত্রী বিভা রানী দাস (৬৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক (৬২)। তারা উভয়ে সম্পর্কে বেয়াইন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, শাহরাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিস টিম যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযানে ঘটনাস্থলেই রয়েছে। এদিকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ও পৌর মেয়র আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।