Print Date & Time : 7 September 2025 Sunday 1:47 am

চাঁদপুরে বিআরটিসি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু

প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে দুই পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৬)।

ট্রাক চালক মেহেদী হাসান জানান, দুপুরের দিকে কচুয়ার সাচার এলাকা থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে ট্রাকটি নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি বিআরসিটি বাস ট্রাকটিকে বাকসরলীকরণ ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিযে চলে যায়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে ট্রাকে থাকা সজীব ও আতিক নিহত হয়। এতে ট্রাক চালক মেহেদী ও মালিক ফুল মিয়াও গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ন। এ সড়কে বিআরটিসি বাস চলার জন্য উপযোগী না। আমরা চার লাইন বিশিষ্ট রাস্তা নির্মানের দাবি করছি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।