Print Date & Time : 5 August 2025 Tuesday 9:03 am

চাঁদপুরে বিএডিসি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

বেলায়েত সুমন, চাঁদপুর: চাঁদপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জোন অফিস কাম ট্রেনিং সেন্টারের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি বছর ১৯ জুন চাঁদপুর সদর উপজেলায় এ সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএডিসি (ক্ষুদ্রসেচ) সদস্য পরিচালক প্রকৌশলী মো. জিয়াউল হক। এর বেশ কয়েক দিন পর এই নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করেন এসএ ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, এ ট্রেনিং সেন্টারের নতুন যে ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে, সেখানে এসএ ইঞ্জিনিয়ারিং ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাদাপানিতে ভবনের বেজ ঢালাই করছে। বিএডিসির সহকারী প্রকৌশলী অফিদ কামরুল আশরাফীর সামনে এমন অনিয়ম হওয়ার অভিযোগ ওঠে। এমনকি ঢালাই কাজে নি¤œমানের ইট ও পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া যে লেভেলে এবং যে পরিমাণে বেজ ঢালাই দেয়ার কথা, সে নিয়ম না মেনে কাজে অনিয়ম করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

চাঁদপুর সদর উপজেলা বিএডিসির উপ-সহকারী পরিচালক পলাশ চন্দ্র রায় জানান, এ ভবন নির্মাণ কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে আমাদের মনোমালিন্য হয়েছে। কারণ যে লেভেলে ও যে পরিমাণে বেজ ঢালাই দেয়ার কথা, সেই পরিমাণে ঢালাই না দিয়ে তারা অনিয়ম করছেন।

ভবন নির্মাণে তদারকির দায়িত্বে থাকা অফিদ কামরুল আশরাফীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি তো এখানে কোনো অনিয়ম দেখছি না। আপনারা কোথায় অনিয়ম পেলেন?

একপর্যায়ে তিনি চাঁদপুর সদর উপজেলা বিএডিসির উপসহকারী পরিচালক পলাশ চন্দ্র রায়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তার কাছে ঠিকাদারের মোবাইল ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, সাংবাদিকরা এসব অনিয়ম তুলে ধরার কারণেই আমাদের কাজগুলো ভালো হচ্ছে। আমি বিষয়টি জেনেছি, অবশ্যই ব্যবস্থা নেব।