চাঁদপুরে মসজিদের ইমামের কক্ষে তিন শিশুর মরদেহ

শেয়ার বিজ ডেস্ক: চাঁদপুরের মতলব উপজেলায় একটি মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুদের মধ্যে ইমামের এক ছেলেও রয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শুক্রবার বেলা আড়াইটায় উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়। খবর: বিডিনিউজ।
তিন শিশু হলো ওই মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৫), মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকার জসিম উদ্দিন প্রধানিয়ার ছেলে রিফাত প্রধানিয়া (১৪) ও একই উপজেলার কাশিমপুর এলাকার কামাল হোসেন পাটোয়ারির ছেলে ইব্রাহিম পাটোয়ারি (১২)। ইব্রাহিম ও রিফাত মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গাপাড় মাদ্রাসার ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, ‘ইমাম জামাল তার ছেলেকে ঘরে রেখে মসজিদে ঢোকেন। নামাজ শেষে তিনি তার কক্ষ ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করে তাদের সাড়া না পাওয়ায় স্থানীয় মানুষের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।