Print Date & Time : 5 July 2025 Saturday 10:39 pm

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকার বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি অটোরিক্সার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮) ও চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের কন্যা নুপুর আক্তার (১৮) এর পরিচয় জানা গেছে। এই ঘটনায় নিহত সিএনজি চালক ও  অপর এক পথচারী বৃদ্ধা (৭০) পরিচয় জানা যায় নি।

চাঁদপুর মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত বাকি তিনজনকে চাঁদপুর হাসপাতালে নেয়ার পথে সবাই মারা যায়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি জব্দ করা হয়েছে।