Print Date & Time : 12 September 2025 Friday 5:03 pm

চাঁদপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী

শিউলী আক্তার (৩৫)।শিউলী আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে। তারা শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন।মৃত শিউলীর পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে।

নিহত শিউলী আক্তারের মা খুরশিদা জানান,সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী।সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাফসান ও রাফি নামের শিউলীর আগের সংসারে দুটি সন্তান রয়েছে।ছেলে রাফসান ও রাফি শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকে।তাদের মা শিউলি সে বাসার ভাড়ার টাকা দিতো।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিলেন।তবে শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।