Print Date & Time : 4 September 2025 Thursday 3:36 pm

চাঁদের উদ্দেশে ছেড়ে গেল মধ্যপ্রাচ্যের প্রথম চন্দ্রযান

শেয়ার বিজ ডেস্ক: চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতই প্রথম চন্দ্রযান পাঠাল।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রথম চন্দ্রযান এটি। খবর: দ্য ন্যাশনাল নিউজ।

দুবাইয়ের সাবেক শাসক প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাখতুমের প্রতি সম্মান জানিয়ে চন্দ্রযানটির নাম রশিদ রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশন-১-এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযান রশিদ চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

তবে চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও এটি যে চাঁদে অবতরণ করবে, এর নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত যত চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে তার চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছে তিনটি দেশÑযুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের চন্দ্রযান। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে ভারত ও ইসরাইলের চন্দ্রাভিযান। রশিদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারলে চতুর্থ দেশ হবে আরব আমিরাত।

চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। তাই সেখানে অবতরণ করার বিষয়টি বেশ জটিল। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানিয়েছেন, তাদের এ মিশন তখনই সফল হবে যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। এ ব্যাপারে তিনি আরও বলেন, এটি অসাধারণ উৎক্ষেপণ ছিল। আমরা খুশি যে, এটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। তারা যা করে সেটিতেই ভালো। এখন চাঁদের দিকে যাওয়ার কঠিন এক যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে এবং আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে।