Print Date & Time : 22 July 2025 Tuesday 3:14 pm

চাঁদের কণা

 

শোবিজ ডেস্ক: গত বছর কাজ হয়েছিল ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিশ্র অ্যালবামের। যেখানে ‘চাঁদের কণা’ শিরোনামে গান গেয়েছিলেন সংগীতশিল্পী কণা। তখনই শোনা গিয়েছিল গানটির ভিডিও প্রকাশ হবে। এক বছর পর ভিডিও আকারে প্রকাশিত হলো এটি। গতকাল বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল ও গানবক্স মিউজিক্যাল অ্যাপে। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম আর সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। ভিডিওটি প্রসঙ্গে কণা বলেন, ‘আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম। আর ভিডিওটি সত্যিই অন্য রকম হয়েছে, যা এ ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করি। এমন গ্রাফিক্যাল ভিডিও আমার আর করা হয়নি। সত্যি অদ্ভুত সুন্দর।’