Print Date & Time : 6 July 2025 Sunday 7:32 pm

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৩

শেয়ার বিজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত হয়েছে। এ অভিযানে মোট তিন জঙ্গি নিহত হয়েছেন। অভিযান শেষে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী র‌্যাবের মিডিয়া উইয়িংসের পরিচালক মুফতি মাহমুদ।

তিনি সাংবাদিকদের জানান, জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক, ১২টি মক্তিশালী ডেটোনেটর ও হাত গ্রেনেড নিস্ক্রিয় করেছে র‌্যাবের বোমা ডিস্পোজাল দল। এ সময় আস্তানার ভিতরে তিনটি মৃতদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকার মীরপুরে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্য আব্দুল্লাহর দেওয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায় বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আনোয়ার লতিফ। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‌্যাবের এডিজি চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা এলাকায় এসে পৌঁছান।