Print Date & Time : 30 August 2025 Saturday 12:13 am

চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়ার লালপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়ার লালপুর এলাকায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (০৭ আগষ্ট) দুপুর ১টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্ৰামের একটি সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু হলো লালপুর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (০৪)।

স্থানীয় ও নিহতের পরিবার জানান, বাড়ির সামনের রাস্তার পার্শ্বে খেলাধুলা করছিলো মোহাম্মদ আলী। পাশ্ববর্তী বিলের দিক থেকে আসা ধান ভর্তি একটি ট্রলি তার বুকের উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোমস্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, শিশু নিহতের ঘটনার খবর পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।