ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নতুন চিকিৎসাসেবা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছে। সম্প্রতি কেন্দ্রটি চালু করা হয়। অনুষ্ঠানে শিবগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমসহ জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, উপজেলা হেলথ্ কমপ্লেক্সের চিকিৎসক, বেসরকারি চিকিৎসক, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, উপ-পরিচালক ডা. আবুল তৈমুর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
