Print Date & Time : 12 September 2025 Friday 11:25 am

চাঁপাইনবাবগঞ্জে অসুস্থতাজনিত কারণে এক হাজতির মৃত্যু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অসুস্থতাজনিত কারণে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মজিবুর রহমান মজুমদার ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুরুন্নাহার নাসু। মৃত হাজতি সদর উপজেলার আরামবাগ এলাকার মৃত. বিশুর ছেলে বাচ্চু মিয়া (৪০)।

জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মৃত কয়েদি বাচ্চু মিয়া মাদক মামলার আসামি ছিল এবং দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সেবন করত। গত ২৩ নভেম্বর আদালত তাকে জেলহাজতে পাঠায়। গতকাল বিকালে পেটের পীড়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, মাদক সেবনের অপরাধে এর আগেও সে চার থেকে পাঁচবার জেলখানায় অন্তরীণ ছিল।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুরুন্নাহার নাসু জানান, পেটের পীড়াজনিত কারণে মৃত হাজতি বাচ্চু মিয়াকে গতকাল বিকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে সে মারা যায়। তবে পেটের পীড়া ছাড়াও অন্য কোনো কারণ আছে কি নাÑতা খতিয়ে দেখতে লাশের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।