Print Date & Time : 30 August 2025 Saturday 5:06 pm

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টার দিকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচানসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গাভিল খাঁন, অতিরিক্তি জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল-ইসলাম, জেলা সিভিল সার্জন মাহমুদুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কর্মসংস্থান ও জনশক্তি অফিসার কার্ত্তিক চন্দ্র দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা।