চাঁপাইনবাবগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে দিনব্যাপী শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস.এ.এম. ফজল-ই-খুদা, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম, নবাবগঞ্জ সিটি কলেজের প্রফেসর মোয়াজ্জেম হোসেন চন্দন।

সেমিনারের দ্বিতীয় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম।