Print Date & Time : 28 August 2025 Thursday 7:49 pm

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের অর্থ সম্পাদকসহ ৫৩ জন গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল স্বপ্নপল্লী পার্কে গোপন বৈঠক করার সময় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইয়ানসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নাচোল থানায় নাশকতার মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখান হয়।

নাচোল থানার অফিসার ইনাচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাচোল উপজেলার স্বপ্নপল্লী পার্কে বেশ কিছু ছাত্রশিবিরের সদস্যরা পিকনিকের আড়ালে গোপন বৈঠক করছে। সেই সংবাদের ভিত্তিতে ওই পার্কে নাচোল থানা পুলিশের সদস্যরা অভিযান চালায় এবং সেখান থেকে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইয়ানসহ ২০২ জনকে আটক করে নাচোল থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাচাই শেষে এঘটনায় সম্পৃক্ততা না থাকায় ১৪৯ জনকে ছেড়ে দেয়া হয়। আর আজ সোমবার দুপুরে ৫৩ জনকে আসামী করেন ৫৭ জনের বিরুদ্ধে নাচোল থানায় নাশকতার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানান যায়, তারা পিকনিকের আড়ালে গোপন বৈঠক করে সদস্যদের সক্রিয় করা এবং দেশের বিভিন্ন স্থানে নাশকতার হামলা চালানো পরিকল্পনা করছিলো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদী বইসহ নাশকতা চালানোর পরিকল্পনার জন্য অনেক আলামত পাওয়া গেছে।