Print Date & Time : 29 August 2025 Friday 10:38 pm

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: `বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চিয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য নিয়ে একটি দেয়ালিকা’র উদ্বোধন করেন অতিথিরা। পরে জজ আদালতের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদীব আলী,  জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁও, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জোব্দুল হক, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাজমুল আজম ও আইনজীবীসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।