প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধোবড়া এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও ট্রলি চালক কয়লার দিয়াড় এলাকার আবু বক্করের ছেলে আব্দুল মোমিন (১৯)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, খড়কপুর এলাকায় মুসলিমপুর থেকে কানসাটগামী একটি ট্রলির সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত মোমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।