Print Date & Time : 30 August 2025 Saturday 9:24 am

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিনিধি, চাঁপাইনাববগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টর চত্বর গিয়ে শেষ হয়। পরে কবুতর উঠিয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনিছুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারটি প্যাভিলিয়নে প্রায় ৭০ টি স্টোল প্রদর্শনীতে অংশ নেন। এ মেলা চলবে আজ (১৬ নভেম্বর) ও আগামীকাল ১৭ নভেম্বর পর্যন্ত।