প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: সারাদেশের মতো চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদ।
গতকাল বুধবার দুপুর ১২টায় ডিসির কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহ্বায়ক মেহদী খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ম সদস্য সচিব রকিবুল ইসলাম, আইডিইবির সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ডিসির মাধ্যমে স্মারকলিপি দেয়া হয় অর্থ, শিক্ষা, জনপ্রশাসন ও প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর।