চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাকে ওসির হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার সদ্য বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার শাস্তির দাবি ও এক নারী উদ্যোক্তাকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৩ এপ্রিল) দুপুরে গ্রামবাসীর ব্যানারে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য লোকমান আলী, খলসী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম, মেসবাউল হক বাবু, তারেক, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় এক নারী উদ্যোক্তার সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগে থানায় অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বরখাস্ত হয়েছে ওসি সেলিম রেজা। এ ঘটনাকে ধামাচাপা দিতেই ওসি তার লোকজন দিয়ে ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়াও তার নামে নানা রকম কুৎসা প্রচার করছে। নারী উদ্যেক্তা সালমা খাতুনকে ওসি সেলিম রেজা বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাই এর প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে ওসির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা।

অভিযোগ অস্বীকার করে ওসি সেলিম রেজা জানান, আমি অনেক দূরে অবস্থান করছি। এসবের সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এর আগে গত ২৩ মার্চ মাসে ওসি সেলিম রেজাকে বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেন নারী উদ্যোক্তা সালমা খাতুন।