Print Date & Time : 31 August 2025 Sunday 2:15 am

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু ফাহিমের লাশ উদ্ধার

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর ফাহিম নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামালপুর এলাকার একটি খেসাড়ির ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে খেলতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ফাহিম। দুপুর থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও; তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে এলাকাবাসী পাশ্ববর্তী একটি খেসাড়ির ক্ষেতে তার মরদেহ দেখতে পায়।পরে খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, কিভাবে শিশুটি মারা গেছে বা কেউ হত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কেউ তাকে নির্যাতন করে মেরে ফেলেছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।