Print Date & Time : 3 September 2025 Wednesday 11:47 am

চাঁপাইনবাবগঞ্জে নয়ন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কলোনীপাড়ার নয়নকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৫ নং ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে নিমতলা থেকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সমানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল, নিহত নয়নের পিতা লিয়াকত আলীসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ জুলাই অর্থাৎ ঈদুল আজহার দিনে নয়নকে পশুর মতো হত্যা করেছে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ফয়সাল, মেরাজ, আলিম, রাব্বী, আজিম, সাইফুল, গাফফার, শিমুল, সোহেলসহ অজ্ঞাত আরও কয়েকজন।
মানববন্ধনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়। এ সময় হত্যাকারীদের আইনের আওতায় না আনলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।