Print Date & Time : 12 September 2025 Friday 8:34 am

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব পালিত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বেলুন উঠিয়ে নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গাভিল খান।

আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হরিমোহন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের হাতে বই তুলে বই উৎসব করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রসহ অন্যান্যরা।

এ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক ১ হাজার ১১০টি বিদ্যালয়ের মোট বই এর চাহিদা ২৭ লাখ ৩৪ হাজার ৬শ। পর্যায়ক্রমে বিনামূল্যে সবার হাতে বই তুলে দেয়া হবে।