Print Date & Time : 17 August 2025 Sunday 8:24 am

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে পানি। ফলে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তলিয়ে গেছে বসতভিটা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। তবে জেলায় পদ্মা নদীতে ১২ ঘণ্টায় পানি বেড়েছে তিন সেন্টিমিটার।
ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে পানি বাড়তে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বেশকিছু গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকায় বানভাসি মানুষ দুর্ভোগে পড়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে ভয়াবহ বন্যার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বেড়েছে তিন সেন্টিমিটার। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে পানির স্তর রয়েছে ২২ দশমিক শূন্য ৯ সেন্টিমিটারে; যা বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচে। ফারাক্কার সব লকগেট খুলে দেওয়ার পর গত সোমবার বিকালে পদ্মায় পানি বৃদ্ধির হার অধিক ছিল। কিন্তু সেই হার কমে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে, হয়তো সব গেট খুলে দেওয়া হয়েছে। এছাড়া টানা বর্ষণের কারণেও পদ্মার পানি বেশি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে জেলার অতি-নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।