Print Date & Time : 4 August 2025 Monday 6:01 am

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে কভিড সংক্রমণ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে কভিড-১৯ সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে ১৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। জেলাবাসী সংক্রমণ রোধে কঠোর লকডাউন চাচ্ছেন। কঠোর লকডাউন না দিলে চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে করোনাভাইরাস, এমন মনে করছেন বাসিন্দারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. জাহাঙ্গীর আলম জানান, প্রতিনিয়ত নতুন ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় কারণে আক্রান্তের হার দিন দিন বাড়ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন জানান, মানুষের মধ্যে এখনও সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। সংক্রমণ এভাবে যদি বাড়তে থাকে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

জেলা সিভিল সার্জন ড. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জের তিন দিকে সীমান্ত ও একটি বন্দর থাকায় এখানে করোনা সংক্রমণ বাড়ছে।