প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ৫৪তম বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জমায়েত হয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শান্তিমোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সভাপতি মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী আবু বাক্কার, সহ-সেক্রেটারী মোখলেসুর রহমান, আব্দুল হাসান প্রমূখ।
সমাবেশে বক্তাগণ, ৭১ এর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা যেন ভুলুন্ঠিত না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩১ বার পম্পুতধ্বনিতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।
অন্যদিকে বিএনপির দুগ্রুপের পৃথক পৃথক র্যালি বের করে।