প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আলাদা আলাদা দুই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহি নামে এক শিশু ও বৃদ্ধ আব্দুর রহিম মারা যায়। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুর রহিম তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে জিআই তারে শক লেগে মারা যান এবং শিশু মাহি খাতুন চার্জার ভ্যানে চার্জ দেয়া অবস্থায় ভ্যানের ওপর বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
সদর থানায় ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।