প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন বলেছেন, বাংলাদেশের সুমিষ্ট আমের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। তবে গুণগতমান ঠিক না থাকায় পর্যাপ্ত পরিমাণে রফতানি হচ্ছে না। এখানে মান ও নিরাপদ আম উৎপাদন হলে সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে রফতানির আশ্বাস দেন তিনি।
গতকাল সোমবার শিবগঞ্জ পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সুইসকন্ট্রাক্ট চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে; যা আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন হবে। এ সময় চাঁপাইনবাবগঞ্জে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং জেলার ঐতিহ্যবাহী কাঁসা, রেশম, নকশিকাঁথা রফতানিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুইসকন্ট্রাক্টের কান্ট্রি ডিরেক্টর অর্নিভান ভৌমিক, প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী, এরিয়া পরিচালক রুখেন উদ্দিন আহমেদ, সুইস এমবাসির কর্মকর্তা ফারজানা আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামসহ অন্যরা। পরে রাষ্ট্রদূত শিবগঞ্জ আমবাজারে একটি আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে চেম্বার ভবনে সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ‘চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, চেম্বারের সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান হানু, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজ প্রমুখ।

Print Date & Time : 22 July 2025 Tuesday 3:00 pm
চাঁপাইনবাবগঞ্জে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
সারা বাংলা ♦ প্রকাশ: