Print Date & Time : 27 August 2025 Wednesday 10:03 am

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হলে জলাবদ্ধতা

 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : সামান্য বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউমার্কেট, সেন্টু মার্কেটসহ রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরসভা সাধারণ মানুষ। গতকাল বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে।

স্থানীয় সাধারণ মানুষ জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এ ছাড়া মুষলধারে বৃষ্টি হলেই নালার নোংরা পানি সড়কের পাশে থাকা মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়ে মার্কেটে আসা ক্রেতারা।

জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক রজিবুল ইসলাম জানান, দুই বছর ধরে পৌরসভার ড্রেনগুলো সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর্থিক সংকট থাকায় ড্রেনগুলো সংস্কার করা হয় না।