Print Date & Time : 27 July 2025 Sunday 4:38 pm

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি পালন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ সকল খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় পৌছলে জামায়াত-শিবিরের একটি মিছিল যোগ দেয়।

পরে বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ক্লাব সুপার মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন হয়।

এ সময় বক্তারা ছাত্রদের হত্যার দায়ে শেখ হাসিনার বিচার করাসহ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।