প্রতিনিধি, চাঁপাইনবাবাগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানিকারকদের যৌথ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থলবন্দরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াতের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, সোনামসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংক, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দুই দেশের আমদানি-রপ্তানি যাতে সহজীকরণ হয়, সেদিকে লক্ষ রাখবে দুই দেশের সরকার। বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও মজবুত হবে। বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে সমস্যার সমাধান করা হবে এবং আগামীতে ভারত থেকে আরও বেশি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে। যৌথ আলোচনা ও মতবিনিময় সভায় দুই দেশের প্রায় ১০০ আমদানি ও রপ্তানিকারক অংশগ্রহণ করেন।