চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সকালে পৌর এলাকার ব্যানারে বিদিরপুর মোড়ে রেল লাইনের উপরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফাতিমা জিনিয়া, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতারা।

এসময় বক্তরা বলেন, নবাবগঞ্জ রেল গেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রেল লাইনের রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করে থাকেন। সেই রাস্তা বন্ধের জন্য রেল কর্তৃপক্ষ রাস্তায় রেল লাইনের স্লিপার ফেলে রাস্তা বন্ধের উদ্যোগ নিয়েছে। এই রাস্তাটি বন্ধ হলে এলাকাসহ পৌরবাসী বিপাকে পড়বে।

আমনুরা রেলের এস.এস.এ.ই-ওয়ে শেখ আল আমিন জানান, রেল লাইনে দুর্ঘটনা এড়াতে রাস্তাটি বন্ধ করা হচ্ছে তবে রেল ক্রসিংয়ের রাস্তাগুলো বন্ধ হচ্ছে না।