প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপন হচ্ছে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
জেলা প্রশাসক একেএম গালিভ খান ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমানের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জন্মদিনের কেক কেটে উদ্্যাপন করা হয় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এর আগে সকাল সাড়ে ৮টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলাজুড়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন, প্রিয় শেখ রাসেল বিষয়ে প্রেজেন্টেশন, শ্রেষ্ঠ ল্যাব নির্বাচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে।