চাঁপাইনবাবগঞ্জে সড়কের কাজ উদ্বোধন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ধিনগর এলাকায় প্রায় কোটি টাকা ব্যয়ে ২.১৯ কিলোমিটার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এলজিইডি’র বাস্তবায়নের জামতলা থেকে ধিনগর প্রায় ২ দশমিক ১৯ কিলোমিটার রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ঝিলিম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লৎফল হাসান, ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর মিনহাজ ও রঞ্জসহ অন্যরা।

উদ্বোধন শেষ কাঁচা রাস্তাটি পরিদর্শন করে স্থানীয়দের অন্যান্য সমস্যার খোঁজখবর নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।