চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সপ্তাহব্যাহী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান ও জেলা আ.লীগের সহসভাপতি রুহুল আমিনসহ অন্যরা। বৃক্ষমেলায় সরকারি-বেসরকারি ২৫টি স্টলে বিভিন্ন জাতের আম, জলপাই, বাতাবিলেবুসহ নানা জাতের চারাসহ ফল প্রদর্শিত হয়।