Print Date & Time : 6 July 2025 Sunday 2:31 pm

চাঁপাইনবাবগঞ্জে ১৯ গাছের ৩০ মণ আম কেটেছে দুর্বৃত্তরা

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শত্রুতা করে ১৯টি আমগাছের প্রায় ৩০ মণ অপরিপক্ব আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল-গুশিরা এলাকায় জোবায়েরের আমবাগানে।

বাগান মালিক জোবায়ের জানান, বৃহস্পতিবার রাতে বাগান থেকে বাড়ি যান তিনি। এদিকে শুক্রবার সকালে বাগান পরিচর্যাকারীরা এসে দেখতে পান বাগানের প্রায় ২০টি আমগাছের অপরিপক্ব আম কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে এবং আমগুলো মাটিতে পড়ে রয়েছে।

বিষয়টি বাগান পরিচর্যাকরারীরা তাকে জানালে সকালে তিনি বাগানে গিয়ে দেখেন ১৯টি আমগাছের প্রায় ৩০ মণ আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে এক লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করেন তিনি বলেন, আর কয়েক দিন পরেই আমগুলো বাজারে বিক্রির উপযোগী হতো, কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়েছেন তিনি। তিনি চাকরি ছেড়ে ওই এলাকায় প্রায় ২০ বছর ধরে আমবাগান করে আসছেন এবং এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে স্থানীয় ও অন্য বাগান মালিকরা বলছেন, এ কেমন শত্রুতা আমের সঙ্গে। এ ঘটনা এর আগে এলাকায় কোনোদিন হয়নি। এ ঘটনায় বাগানিরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের দাবি, যে এ ঘটনা ঘটিয়েছে, তার যেন কঠোর শাস্তি হয়, যাতে অন্য কোনো বাগানে যাতে এ ধরনের কাজ করার সাহস কেউ না পায়। আর সদর থানার ওসি মতিউর রহমান বলছেন, রাতের আঁধারে আমগাছের আম কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।