চাঁপাইনবাবগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর চেক পোস্টে প্রায় ৭০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর সদস্যরা। এসময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব ৫ এর একটি আভিযানিক দল দ্বারিয়াপুর চেক পোস্ট থেকে মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পিকআন ভ্যানে করে অভিনব কায়দায় মাদকের একটি বড় চালান কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে (২১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর চেক পোস্টে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১ টার দিকে ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এ মাদকগুলো কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হতো।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা দুইজনের বিরুদ্ধে মাদক আইন মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উজেলার শেখটোলা গ্রামের দেলবার আকন্দের ছেলে নাসির (২৬) ও ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার আকসিন কোল্লাবাড়ি গ্রামের জাকির মিয়ার ছেলে সজিব মিয়া (২৬)।

প্রেস বিজ্ঞপ্তির আরো জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।