Print Date & Time : 10 September 2025 Wednesday 6:21 am

চাঁপাইনবাবগঞ্জ মুক্তদিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আনন্দ র‌্যালি

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: আজ ১৫ ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জ মুক্তদিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আনন্দ র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে মুক্ত দিবসের উপর আলোচনা সভা করেন বীর মুক্তিযোদ্ধরা।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা  তোফাজ্জুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং স্বাধীনতার ৫০ বছরেও এখনও যারা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাননি তাদের স্বীকৃতির দাবি জানান।