Print Date & Time : 17 August 2025 Sunday 8:33 pm

চাকরিপ্রত্যাশীদের জন্য মীনাবাজার ও কর্মের যৌথউদ্যোগ

সুপারমার্কেট চেইন মীনা বাজার এন্ট্রি-লেভেল চাকরিপ্রার্থীদের জন্য বাসা থেকে কাজের সুযোগ নিয়ে এসেছে। এ লক্ষ্যে, প্রতিষ্ঠানটি শতভাগ রিমোট ইন্টারভিউর (বাসা থেকে চাকরির সাক্ষাৎকার) সুবিধা দিচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে, রিটেইল চেইন সুপার শপ মীনা বাজার গুগলের জব-ম্যাচিং অ্যাপ ‘কর্ম’র সঙ্গে কাজ করছে।

সম্প্রতি ‘কর্ম’ এর নতুন ফিচার ‘রিমোট জবস লিস্টিং’ ও ‘রিমোট ইন্টারভিউস’ চালু করেছে। ফলে কভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে নিয়োগকর্তার আহ্বানে সাড়া দিয়ে যারা বাসা থেকে কাজের সুযোগ খুঁজছেন এবং নিরাপদে অনলাইনে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম।

সম্প্রতি ক্রেতাদের জন্য ডেলিভারি সেবার ক্ষেত্রে অভূতপূর্ব চাহিদার পরিপ্রেক্ষিতে মীনা বাজার এ বিষয়ে এগিয়ে এসেছে। এর ফলে, এ সময়ে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটির আরও জনবল নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং প্রতিষ্ঠানটি এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাসা থেকে সাক্ষাৎকারের সুবিধা দিচ্ছে।

‘এ প্রতিকূল সময়ে, আমাদের দক্ষ মানবসম্পদ দল কর্মের সঙ্গে কাজ করছে এবং জনবল নিয়োগের ক্ষেত্রে বাসা থেকে সাক্ষাৎকার গ্রহণ করছে। এ প্রক্রিয়াটি আমাদের কর্মী দল এবং চাকরিপ্রার্থী উভয়ের জন্যই সুরক্ষিত ও নিরাপদ,’ বলেন মীনা বাজারের মহাব্যবস্থাপক আহমেদ শোয়েব।

তিনি আরও বলেন, ‘এ সংকটকালীন সময়ে জরুরি সেবাদাতা হিসেবে ক্রেতাদের জন্য সামনে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা আশা করছি, কর্মের সঙ্গে আমাদের এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের চাহিদানুযায়ী জনবল নিয়োগ করতে সক্ষম হবো, যা দ্রুতই আমাদের কর্মী সংখ্যা বৃদ্ধি করবে; যারা বাসা থেকেই কাজ করবেন।’

২০১৮ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর, বাংলাদেশে ‘কর্ম’ হাজারও এন্ট্রি-লেভেল চাকরি প্রার্থীদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগের এবং চাকরির সুযোগ করে দিয়েছে। বিজ্ঞপ্তি