চাকা ফেটে মহাসড়কে উল্টে গেল সয়াবিন তেলবাহী ট্রাক

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে তেলবাহী একটি ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পরে যান চলাচল বিঘিœত হয়।

তেলবাহী ট্রাক চালক আতোয়ার বলেন, ‘চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল। অনেক তেল পড়ে গিয়ে নষ্ট হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেয়া হবে। এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোন যানজটের সৃষ্টি হয়নি।