Print Date & Time : 7 September 2025 Sunday 8:04 am

চাকুরী স্থায়ীকরণের দাবিতে জাবির অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

নোমান বিন হারুন, জাবি: চাকুরী স্থায়ীকরণের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা।

আজ সোমবার (৬ই ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বৃষ্টিপাত উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মচারীদের একমাত্র দাবি হচ্ছে, তাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘দৈনিক ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসিক দশ হাজার টাকাও বেতন হয় না আমাদের। বর্তমান দুর্মূল্যের বাজারে এই টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। আমার সাথে যারা স্থায়ী ভাবে নিয়োগ পেয়েছিল তারা তৃতীয় শ্রেণীতে চলে গেছে, তার বেতন বিশ হাজার আমার নয় হাজার।

সুফিয়া কামাল হলের হল অ্যাটেনডেন্ট নাঈম বলেন, ‘আমি সাত বছর ধরে আছি,   অফিস প্রধানের কাছে গেলে বলে প্রশাসন থেকে কিছু বলছে না, আমরা নিরুপায় হয়ে পেটের দায়ে আজকে এখানে আসছি। আমার মত ১৭০ জন কর্মচারী রয়েছে। আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।’

এসময়ে নিজেদের কথা বলতে গিয়ে অনেক কর্মচারীরা কান্নায় ভেঙে পড়েন। যাদের মধ্যে অনেকে ১৫ থেকে ১৮ বছর ধরে অস্থায়ী ভাবে কাজ করছেন। কান্না করতে করতে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী হল অ্যাটেনডেন্ট বলেন, ‘ আমার স্বামী প্রতিবন্ধী, আমার দুইটা মেয়ে আছে। এই বেতনে সংসার চালানো আমার জন্যে সম্ভব হচ্ছে না আর। এর উপর একদিন না আসলেই ঐদিনের হাজিরা কেটে দেয়, টাকা পাওয়া যায় না। এভাবে চলা যায় না।’

এ বিষয়ে জাবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক বলেন, ‘বিষয়টা আমি দেখেছি কিন্তু আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। এটা নিয়ে ভিসি ম্যামের সাথে আমি কথা বলবো।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রাশেদা আখতার বলেন, ‘তাদের নিয়োগ দেয়ার মত পদ এখন খালি নেই। আমরা ইউজিসির সাথে কথা বলে নতুন পদ সৃষ্টি করে তাদেরকে নিয়োগ দেয়ার চেষ্টা করবো।