প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার অন্যতম আসামি এবং বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গতকাল সোমবার দুপুরে গাংনী আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগু বিশ্বাসের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ করে চরগোয়ালগ্রাম ও রামনগর গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে চরগোয়ালগ্রামের শাহাদত হোসেনের ছেলে হƒদয় হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রামনগর গ্রামের লোকজন।