Print Date & Time : 11 September 2025 Thursday 1:22 am

চাদকে ৫৭ কোটি ডলার ঋণ সুবিধা দিল আইএমএফ

শেয়ার বিজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তিন বছরের জন্য আফ্রিকার মহাদেশের চাদকে ৫৭ কোটি ডলার ঋণ সুবিধা দিয়েছে। চাদের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যিক ঋণ কমাতে এ সুবিধা দিয়েছে আইএমএফ। খবর: রয়টার্স।

ইতোমধ্যে সাত দশমিক আট কোটি ডলার ছাড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আইএমএফের এক মুখপাত্র। তবে এজন্য কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক কেনজি ওকামুরা বলেন, ‘চাদের অর্থনীতি মানবিক ও সামাজিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।’ তিনি দেশটিতে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যের হার বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন। দেশটি থেকে প্রতি বছর অসংখ্য মানুষ পাশের দেশগুলোয় উদ্বাস্তু হচ্ছেন, তাদের জন্য এ অর্থ ব্যয় করার ইঙ্গিত দিয়েছেন কেনজি।

চলতি বছর জানুয়ারিতে চাদ প্রথম প্যারিসে জি-২০ জোটভুক্ত দেশগুলোর কাছে এ ঋণসুবিধা চায়। চীন, ফ্রান্স, ভারত ও সৌদি আরব বছরের মাঝামাঝিতে এতে সম্মতি দেয়।

এর আগে চাদ ২০১৫ ও ২০১৮ সালে দুইবার ঋণ পুনর্গঠন করেছিল।