চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে আজাদ-হেদায়েত প্যানেল জয়ী

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্টুডেন্টস কাউন্সিল বিসিএসিপির নির্বাচন ২০২৩ এ সভাপতি পদে মো. রেজাউল আজাদ এবং সাধারণ সম্পাদক পদে হেদায়েতুল ইসলাম নির্বাচিত হয়েছেন। রাজধানীর কারওয়ানবাজাস্থ আইসিএবি মিলনায়তনে গত শনিবার (৪ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া, আবদুর রহমান ও রশিদুল ইসলাম মোল্লা এবং যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ শামসুজ্জামান আখতার ও আজাদ হোসেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, ছাত্রকল্যাণ সম্পাদক মো. রাজিবুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসিদুল ইসলাম ইমরান, প্রচার সম্পাদক প্রসেনজিৎ কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আহসান হাবিব কিরণ, ক্রীড়া সম্পাদক নয়ন সাহা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. নূর হাসান, প্রসেনজিৎ সাহা, মো. সাইফুল ইসলাম, মো. ছিফাতুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. আবু রায়হান, মো. সাদেকুর জামান সাদেক ও নাসির উদ্দিন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শহীদু্ল ইসলাম এফসিএ এবং মোহাম্মদ কামরুজ্জামান ছিলেন বিসিএসিপি নির্বাচন ২০২৩ এর এডহক কমিটির আহ্বায়ক।

সহ-সভাপতি, মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, এটি একমাত্র স্বীকৃত ছাত্র সংগঠন যা রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত সংগঠন যা ১৯৭৩ সাল থেকে সবসময় আইসিএবির সিএ ছাত্রদের অধিকার আদায়ে পাশে আছে , ছিল, থাকবে বলে উল্লেখ করেছেন। ৩৭ হাজার ছাত্রদের জন্য অলাভজনকভাবে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।

যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ শামসুজ্জামান আখতার বলেন, ২০২৩-২৫ কমিটি খুবই ডায়নামিক। তাহার বিশ্বাস এই কমিটি তাদের কাজের মাধ্যমে অমরত্ব লাভ করবে।

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস স্টুডেন্ট কাউন্সিলের আজাদ-হেদায়েত প্যানেল সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে এগিয়ে নিয়ে যাবে।

তরুন নেতা কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য মো: ছিফাতুর রহমান এই নতুন যাত্রায় সকল শিক্ষার্থীদের দোয়া, ভালোবাসা সহযোগিতা কামনা করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে যা যা করণীয় তা করার এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জন সেক্রেটারি এবং আটজন কার্যনির্বাহী সদস্য নিয়ে এই প্যানেল গঠিত। তারা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি