চার্টার্ড লাইফের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা এবং শেয়ার বাজারে আসার পর প্রথম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এবং ভাইস চেয়ারম্যান অসুস্থ থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফের পরিচালক মোহা. নূর আলী। চার্টার্ড লাইফের সব শেয়ারহোল্ডার বার্ষিক সাধারণ সভায় অংশ নেন। অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং উল্লিখিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে অনুমোদিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি